বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১৯৫৯ সনের ৩ অক্টোবর তারিখে প্রকাশিত ৬৭ নং অধ্যাদেশ বলে বর্তমান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC) প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর প্রধান কার্যালয় ৭৩, মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত। ১৯৬০-৬১ সনে কাপ্তাইস্থ কাঠ (লগ) আহরণ প্রকল্পের মাধ্যমে বিএফআইডিসি’র যাত্রা শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৬১-৬২ সালে বনবিভাগ হতে কর্পোরেশনের কাছে দেশের রাবার চাষ ও এর উন্নয়নের কার্যক্রম ন্যস্ত করা হয়।
কর্পোরেশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১। দেশের প্রত্যন্ত অঞ্চল হতে বনজ সম্পদ যান্ত্রিক উপায়ে আহরণ।
২। কাঠ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।
৩। কাঠের টেকসই, সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ
৪। রাবার বাগান সৃজন।
৫। কাঁচা রাবার উৎপাদন ও বিপণন।
৬। কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন।
৭। জীবন-যাত্রার মান উন্নয়ন ও জাতীয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা।
পরিচালনা পদ্ধতিঃ
কর্পোরেশন পরিচালনার জন্য সরকারের অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন চেয়ারম্যান ও যুগ্ম-সচিব পদ মর্যাদার তিনজন পরিচালক সমনবয়ে গঠিত একটি বোর্ড রয়েছে। চেয়ারম্যান পদাধিকার বলে বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।